ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিমানের সিটের নিচে ৯ কেজি সোনা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানের সিটের নিচে ৯ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এসব সোনার বারের মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এসব সোনার বর্তমান দাম প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে এসব সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

কাস্টম হাউস জানায়, দুপুর ২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৭২ বিমানের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১০ তোলা ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস বিমান তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় সিট নং ১৯বি এবং ১৯ সি এর  নিচ থেকে ১০ তোলা ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করে। বারগুলো কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, যা পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়