ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডে কেয়ারগুলো কর অব্যাহতি পাবে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডে কেয়ারগুলো কর অব্যাহতি পাবে

বিশেষ প্রতিবেদক : প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে অনুমোদন পেলে আগামী কর বছর থেকে ডে কেয়ার হোমগুলো তাদের আয়ের ওপর কর অব্যাহতির সুযোগ পাবে।

বৃহস্পতিযার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতি বছর আমরা অনেক কর ছাড় দিয়ে থাকি। আগামী বছরের জন্য ডে কেয়ার হোমের আয়ের ওপর কর অব্যাহতি; প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা ও প্রশিক্ষণের জন্য স্থাপিত প্রতিষ্ঠানের আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হবে।

এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সেবা গ্রহণে সুবিধা পান তা নিশ্চিত করার জন্য, যেসব চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত ও সেবা গ্রহণে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখবে না তাদের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ হারে কর আরোপের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। তবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাতে সুবিধা স্থাপনের প্রয়োজনীয় সময় পায় সেদিকে লক্ষ্য রেখে ২০১৯-২০ কর বছর হতে এ বিধান কার্যকর হবে।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়