ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রনি জামিনে মুক্ত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রনি জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান সিনিয়র জেল সুপার ইকবাল কবির। মুক্তির পর কর্মীদের নিয়ে শাহ আমানত (রহ.) মাজার জিয়ারত করতে যান রনি।

এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফিউদ্দিনের আদালত জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় ও প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরার শর্তে রনিকে জামিন দেন।

নুরুল আজিম রনির আইনজীবী ইফতেখার সাইমুল জামিন মঞ্জুরের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাবাজির  মামলায় গত ৪ জুনে রনিকে কারাগারে পাঠায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত। এ দিন হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে রনি বিচারিক আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত সেদিন জামিন নামঞ্জুর করে রনিকে কারাগারে পাঠান।

রনির আইনজীবীরা পুনরায় জামিন চেয়ে আবেদন করলে আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৭ জুন ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়