ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীর আলম

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোয়িামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান সরকারের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন।

সিটি করপোরেশনের ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। ভোটের ব্যবধান ২ লাখ ২ হাজার ৩৯৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘যেহেতু নয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা মাত্র ২৩ হাজার, কিন্তু মেয়র পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর ভোট সংখ্যা তার নিকটতম প্রার্থীর চেয়ে ২ লাখেরও বেশি, তাই নৌকা মার্কায় জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করায় কোনো বাধা নেই।’

সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ ভোট। ভোট বাতিল হয়েছে ১৮ হাজার ৬৩৮টি। বৈধ ভোট ৬ লাখ ৩০ হাজার ১১১।

নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা) ২৬ হাজার ৩৮১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এ ছাড়া কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে) পেয়েছেন ৯৭৩ ভোট, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার) ১৬৫৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফন্টের মো. জালাল উদ্দীন (মোমবাতি) ১৮৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিলঘড়ি) ১৬১৭ ভোট পেয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাতজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে নয়টি ভোটকেন্দ্র স্থগিত করে কর্তৃপক্ষ।

৩২৯ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনে রয়েছে ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড।




রাইজিংবিডি/গাজীপুর/২৭ জুন ২০১৮/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়