ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তৃতীয় দিন ৯০ বলের!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় দিন ৯০ বলের!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথম দুই দিন টানা বৃষ্টিতে টসই হতে পারেনি। তৃতীয় দিনে এসে হলো টস। তবে খেলা হলো মাত্র ৯০ বল!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় দিনের ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন সফরকারী অধিনায়ক দিমুথ করুনারত্নে। দলীয় ৩৬ রানে অধিনায়ককে (৯) ফিরিয়েই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। আরেক ওপেনার লাহিরু মিলানথা ৪২ ও লাহিরু থিরিমান্নে ১ রানে অপরাজিত আছেন।

বৃষ্টির দাপটে নিশ্চিত ড্রয়ের পথে চার দিনের এই ম্যাচ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিও ড্র হয়েছিল এই চট্টগ্রামেই। তৃতীয় ম্যাচ হবে সিলেটে।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়