ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টুঙ্গিপাড়া যাচ্ছেন নবনিযুক্ত ১৮ বিচারপতি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টুঙ্গিপাড়া যাচ্ছেন নবনিযুক্ত ১৮ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে হাইকোর্টে নবনিযুক্ত ১৮ বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।

শুক্রবার সকাল ৮টায় সুপ্রিম কোর্ট থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন বিচারপতিগণ। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৪টায় তারা ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ত্যাগ করবেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নবনিযুক্ত এই ১৮ বিচারপতি হলেন- মো. আবু আহমেদ জমাদার, মো. মোস্তাফিজুর রহামন, ফাতেমা নজীব, কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, এস এম অব্দুল মবিন, খিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. এ কে এম হাফিজুল আলম।

গত ৩০ মে রাষ্ট্রপতি তাদেরকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়