ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের ৫ দিনের রিমান্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনের রায়কে কেন্দ্র করে নাশকতার এক মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আকিজ শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে সানাউল্লাহ মিয়া, সৈয়ধ জয়নুল আবেদীন মেজবাসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নিকুঞ্জ থেকে বনানী আসার পথে একটি মাইক্রোবাস এসে ডিবি পরিচয়ে ইসহাককে আটক করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ ফ্রেব্রুয়ারি খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে আসামিরা শাহবাগ এলাকার চাঁনখারপুল মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকে। পুলিশের নির্দেশ অমান্য করে তারা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। আসামিদের ছোঁড়া ইটপাটকেলে চলাচলরত কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং কয়েকজন পুলিশ আহত হয়। ওই ঘটনায় পুলিশ শাহবাগ থানায় মামলাটি দায়ের করে।



রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়