ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিন মাস পর জানা গেল সানজিদাকে হত্যা করা হয়েছিল

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন মাস পর জানা গেল সানজিদাকে হত্যা করা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় গৃহ শিক্ষিকার বেড রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ১০ বছরের শিশু সানজিদার ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। প্রতিবেদনে সানজিদাকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

২১ এপ্রিল বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকার ফুলকলি হাইস্কুলের শিক্ষিকা নুসরাত জাহান মনির বাসায় প্রাইভেট পড়তে যায় শিশু সানজিদা। ওই দিন সন্ধ্যায় ওই বাসার এক কক্ষ থেকে দড়িতে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তখন অপমৃত্যু মামলা হয়।

প্রায় তিন মাস পর বৃহস্পতিবার পুলিশের হাতে ময়নাতদন্ত রিপোর্ট আসে।

শুক্রবার যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেছে। সেখানে শিশুটিকে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশু সানজিদার শিক্ষিকা ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এতদিন এটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে থাকলেও এখন তা হত্যা মামলা হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৮/নূর/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়