ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রামপুরা ব্রিজের কাছে উত্তেজনা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রামপুরা ব্রিজের কাছে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভারর্সিটির শিক্ষার্থীরা অবস্থান নিতে চাইলে সেখানে দুর্বৃত্তরা হামলা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ইস্ট ওয়েস্ট ইউনিভারর্সিটির গেটে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় শিক্ষার্থীরা পাল্টা তাদের ধাওয়া করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পু‌লিশ কাঁদা‌নে গ্যাস শেল নি‌ক্ষেপ ক‌রে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই দুঘটনায় ১০-১৫ জন শিক্ষার্থী আহতও হন ।
 


এ ঘটনায় দিয়ার বাবা ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে কয়েকদিন বাস চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহন মালিকরা। সোমবার সকাল থেকে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৮/নূর/সাওন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়