ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে তিন যুবক আটক

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে তিন যুবক আটক

নিজস্ব প্র‌তি‌বেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব-২।

আটককৃতরা হলেন- মো.আক্তারুজ্জমান টনি (২২), মো. আসাদুল্লাহ আল গালিব (২২) ও মো. মুনইন সরকার (২৩)। এরা সবাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

বুধবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রা‌তে রাজধানীর ধানমন্ডি এলাকার আবাহনী মাঠে অভিযান চালিয়ে ফেসবুকে গুজব সৃষ্টিকারী তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনের সিম, ভিডিও ক্লিপ ও শিবিরে যোগদানপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ছাত্রশিবিরের সদস্য। তারা ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক আইডি থে‌কে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়েছে। এ সময় শিক্ষার্থীদের সহিত সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তিমূলক স্ট্যাটাস প্রকাশ করেছে বলেও তারা স্বীকার করেছে।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৮ আগস্ট ২০১৮/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়