ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২২ মিনিট অন্ধকারে সুপ্রিম কোর্ট

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২ মিনিট অন্ধকারে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচার কাজ চলছিল। ঘড়ির কাটায় তখন সকাল ১০টা ৫০ মিনিট। এসময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায় সুপ্রিম কোর্টে। আদালত কক্ষগুলোতে অন্ধকার নেমে আসে। এর মধ্যেও বিচার কাজ চালিয়ে যেতে থাকেন বিচারকরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ খুঁজতে তটস্থ হয়ে পড়েন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। ২২ মিনিট পর ১১টা ১২ মিনিটে বিদ্যুৎ ফিরে আসে। আদালত কক্ষগুলোতে জ্বলে ওঠে বাতি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সর্বোচ্চ আদালতে ২২ মিনিট বিদ্যুৎ না থাকা নজিরবিহীন।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়