ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার হবে : মুহিত

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার হবে : মুহিত

বিশেষ প্রতিবেদক : আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে। তার আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অন্তর্বর্তীকালীন সরকারে অর্থমন্ত্রী নিজেও থাকবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সে সরকারে আমিও সম্ভবত থাকব।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- এ সরকার কবে হবে? এর জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, আমার ধারণা, অক্টোবর মাসে হবে। ডিসেম্বরে তো নির্বাচন হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর- তিন মাসের মধ্যে হতেই হয়। সো অক্টোবরের সামটাইম, মিডেলে হতে পারে।

নির্বাচনকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে কোনোকিছু বলা সম্ভব নয়। আর এ বিষয়ে আমার কোনো ধারনাও নাই। তবে আমি মনে হয় ইন্টেরিম সরকার পর্যন্ত থাকব।



রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৮/হাসনাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়