ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পূজামণ্ডপে থাকবে সুদৃঢ় নিরাপত্তা : ডিএমপি কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূজামণ্ডপে থাকবে সুদৃঢ় নিরাপত্তা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপ ঘিরে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মণ্ডপের গুরুত্ব অনুযায়ী, এ নিরাপত্তা দেওয়া হবে।

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

সোমবার ডিএমপির সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘দুর্গাপূজায় ঢাকা মহানগরীতে ২৩০টি মণ্ডপ হয়। মন্ডপের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত থাকবে।’

সমন্বয় সভায় তিনি আরো বলেন, ‘সোশ্যাল মিডিয়াসহ যেকোনো গুজবের বিরুদ্ধে সচেতন থাকার কোনো বিকল্প নেই। মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে কেউ দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় সিদ্ধান্ত হয়, প্রত্যেক পূজামণ্ডপে ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা গেট, ভেতর ও বাইরে জেনারেটরসহ পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক যন্ত্র, সিসিটিভি-আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা করা হবে। পুরুষের পাশাপাশি মহিলা স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। এসবি, পুলিশ ও র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা ও বিসর্জনের দিনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে, যাতে কোনো ব্যঘাত না ঘটে। মণ্ডপকেন্দ্রিক কোনো হকার ও ভ্রাম্যমাণ দোকান থাকবে না। বিশেষ করে, কোনো ধরনের মেলা বসতে দেওয়া হবে না। ছিনতাই  ও ইভটিজিং প্রতিরোধে মোতায়েন থাকবে পুলিশের বিশেষ টিম। সাদা পোশাক ও ইউনিফর্ম পরে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। মণ্ডপে প্রবেশের আগে অবশ্যই মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করে প্রবেশ করতে হবে। প্রতিমা বানানোর শুরুর দিন থেকে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব তার নির্দেশনাও দেওয়া হবে। ঢাকেশ্বরী মন্দিরে কন্ট্রোল রুম খোলা হবে। এখান থেকে রাজধানীর সব পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি করা হবে।

উল্লেখ্য, ৮ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ১৯ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে পূজা।



রাইজিংবিডি/ঢাকা/২ অক্টোবর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়