ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিকেলে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেলে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : অসুস্থ অবস্থায় কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেল ৩টার পর  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানিয়েছে।

শনিবার দুপুরে নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটকে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, শনিবার বিকেল ৩টার পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হবে।

জানা গেছে, কারাগারে থেকে হাসপাতালের যাওয়ার জন্য খালেদা জিয়াকে প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে তার জন্য কারা ফটকে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এজন্য সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বেলা সোয়া ১১টায় কারাগারে প্রবেশ করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া কারাগারেই আছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/নূর/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়