ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফখরুলের নামে ফেসবুক অ্যাকাউন্ট, থানায় জিডি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফখরুলের নামে ফেসবুক অ্যাকাউন্ট, থানায় জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেও সেগুলোর কোনোটিই তার নয়। কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই।

এ বিষয়টি অবহিত করতে বৃহস্পতিবার পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন মির্জা ফখরুল।

এতে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ড কে বা কারা চালু করেছে। এসবের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভুঁইয়া, ঢাকা এই নামে পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ড খুলিনি। এ বিষয়ে আপনাদের অবগতির জন্য আমি এই সাধারণ ডায়েরি করছি। আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এর আগে বিএনপির মহাসচিবচ বিভিন্ন সময়ে বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো সম্পৃক্ততা না থাকার কথা জানিয়েছিলেন। এবার সাধারণ ডায়েরি করে সেটি ফের জানালেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিবের মতো দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপির নামে অসংখ্য ফেক বা মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির শীর্ষ নেতাদের নামেও সামাজিক যোগযোগ মাধ্যমে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট দেখা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়