ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ট্রান্সকমের লতিফুর রহমান দুদকে

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রান্সকমের লতিফুর রহমান দুদকে

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেল তিনটায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।  জিজ্ঞাসাবাদ শেষ হয় বিকেল ৫টায়। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. নাসির উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন।

কিছুটা অসুস্থ লতিফুর রহমান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোজাহিদুল ইসলাম ও আইনজীবী মো. ফখরুজ্জামানকে সঙ্গে নিয়ে দুদকে যান।



গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত কোটি টাকার সম্পদ অর্জন, সরকারি জমি দখল ও অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে দুদক। গত ১১ অক্টোবর তাকে তলব করে নোটিশ দেওয়া হয়। দুদকের তলবি নোটিশে তাকে ১৮ অক্টোবর সকাল ১০টায় হাজির হতে বলা হয়। তবে তিনি সময় চেয়ে বিকেলে হাজির হন।

দুদক কর্মকর্তারা জানান, চলতি বছরের অক্টোবর মাসে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়