ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক : আমদানি নীতি ভঙ্গ করে আনা প্রায় কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার  চট্টগ্রাম বন্দর থেকে খালাসকালে শুল্ক গোয়েন্দা ওই গাড়ি জব্দ করে।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকৃত মার্সিডিজ বেঞ্জ গাড়ির খালাস স্থগিত করা হয়। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট রোলেক্স ট্রেডিং এজেন্সি। আমদানিকৃত গাড়িটির উৎপাদক দেশ হিসেবে জাপানের নাম উল্লেখ থাকলেও কায়িক পরীক্ষায় দেখা যায় গাড়িটি জার্মানির তৈরি।

আমদানি নীতি অনুযায়ী, যে দেশে গাড়ি তৈরি হয়েছে কেবল সে দেশ থেকে পুরাতন গাড়ি আমদানি করা যাবে। তৃতীয় কোনো দেশের মাধ্যমে পুরাতন গাড়ি আমদানি করা যাবে না। কিন্তু এখানে আদেশ লংঘন করায় গাড়িটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়