ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খোকার ছেলে-মেয়ের আগাম জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোকার ছেলে-মেয়ের আগাম জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার প্রাক্তন মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের আগাম জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ছিলেন।

পরে আমিন উদ্দিন মানিক জানান, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর   আলাদা নোটিশে তাদের  নিজের নামে ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে, বেনামে বা তাদের পক্ষে অন্যনামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ, সম্পত্তির দায়-দেনা,  আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলেন। তারা সম্পদ বিবরণী জমা না দিলে  ২০১০ সালের  ২৯ ও ৩০ আগস্ট তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের ওই সময়ের সহকারী পরিচালক মো. শামছুল আলম।

মঙ্গলবার তাদের আইনজীবী আগাম জামিনের আবেদন দাখিল করেন। বুধবার এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশের জন্য রেখেছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়