ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাছান মাহমুদ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদের সঙ্গে রাইজিংবিডিডটকমের চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম (কালো গেঞ্জি)

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নতুন মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। আগামীকাল সোমবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়েছেন তিনি।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন পাওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিজেই নিশ্চিত করেছেন ড. হাছান মাহমুদ। ২০০৮ সালে রাঙ্গুনিয়া থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ছয় মাস পর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন হাছান মাহমুদ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সাড়ে চার বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে বিদেশে প্রশংসিত হন তিনি।

পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৬ ডিসেম্বর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়