ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার লক্ষ্যমাত্রা এক হাজার কিলোমিটার। নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘দেজফুল’। এটি ৭০০ কিলোমিটার লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম জোলফাঘার ক্ষেপণাস্ত্রের পরবর্তী সংস্করণ।

ইরান এমন সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন তার ইউরোপীয় মিত্ররা দাবি করে আসছে, তেহরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করেছে। অবশ্য ইরান এর আগে হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান এর আগে বলেছিল, তাদের কাছে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। অর্থাৎ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের আওতার ভেতরে রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়