ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন ম্যাকমিলান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন ম্যাকমিলান

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে গত পাঁচটি বছর কাটিয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। এবার কিউইদের সঙ্গে নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন তিনি।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দল থেকে দায়িত্ব ছাড়বেন ম্যাকমিলান। ২০১৪ সালে নিউজিল্যান্ড দলে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন তিনি। সম্প্রতি তার অধীনে ব্যস্ত সময়সূচি কাটাচ্ছে নিউজিল্যান্ড দল। দল থেকে অবসর নেওয়ার জন্য এ বছরের শেষ সময়টাইকে উপযুক্ত মনে করছেন তিনি।

ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড দলের দায়িত্ব ছাড়া নিয়ে ম্যাকমিলান বলেন, ‘আমি পরিবারের সঙ্গে কথা বলেছি, কারণ গত পাঁচটা বছর আমার জন্য অনেক কিছু ত্যাগ করেছে তারা। ক্রিকেট ম্যাচের পরিমান এবং বয়স বিবেচনায় আমি এই সময়টাকে যোগ্য মনে করছি। মনে হচ্ছে বছরের পর বছরগুলোতে এখানে ম্যাচের পরিমান বাড়ছে। তাই নিজেই পরিবর্তনের কথা ভেবেছি।’

ম্যাকমিলানের অধীনে গত পাঁচটি বছর দুর্দান্ত কাটিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে সেরা সাফল্যাটি এসেছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড দল।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়