ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কক্সবাজার বিমানবন্দরে দুর্নীতির মামলায় ৫ জন কারাগারে

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজার বিমানবন্দরে দুর্নীতির মামলায় ৫ জন কারাগারে

কক্সবাজার প্রতিনিধি : জেনারেটর ক্রয়ের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও কক্সবাজার বিমান বন্দরের সাবেক কর্মকর্তাসহ পাঁচ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মাহমুদ ফিরোজ জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. আব্দু রহিম জানান, দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় উচ্চ আদালতে আগাম জামিন আবেদল করলে আদালত আসামিদের চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন এবং নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আসামিদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল অফরোজ, সাবেক সহকারী পরিচালক (ই/এম) ভবেশ চন্দ্র সরকার এবং সাবেক ম্যানেজার মো. হাসান জহির কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন।

আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ছয় জন আসামির মধ্যে কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার দপ্তরের সাবেক উপ-সহকারী পরিচালক শহীদুল ইসলাম মন্ডল অনুপস্থিত ছিলেন।

কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর ক্রয়ের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৬ জানুয়ারি রাতে দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুল আলম ঠিকাদারসহ ছয় জনের বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা দায়ের করেন।

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১১ ফেব্রুয়ারি ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়