ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে লিয়াকত আলী নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, লিয়াকত আলী অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেল তার নিজ নামে অর্জন করেছেন। এছাড়া, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৩৮২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

সম্পদ বিবরণীতে উক্ত অর্থ অর্জনের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলের দায়ে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়