ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘জনকল্যাণকর যেকোনো প্রকল্প গ্রহণে সরকার বদ্ধপরিকর’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনকল্যাণকর যেকোনো প্রকল্প গ্রহণে সরকার বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জনকল্যাণকর যেকোনো প্রকল্প গ্রহণে সরকার বদ্ধপরিকর।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য এ কথা বলেন তিনি। সুনামগঞ্জ সমিতির উদ্যোগে জেলার বিশিষ্টজনদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম এ মান্নান বলেন, গ্রামীণ জনগণের কল্যাণ হয় এমন যেকোনো প্রকল্প গ্রহণে আমরা অগ্রাধিকার দেই। আমার আগ্রহ- গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন। গ্রামীণ রাস্তা, ব্রিজ, কালভার্ট, সুপেয় পানির ব্যবস্থা, এরকম প্রকল্পে আমি বেশি নজর দেব। এসব প্রকল্পের ফলে যেমন গ্রাম এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় তেমনই সে এলাকার জনগণের জীবনমানেরও উন্নতি হয়।

সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিজবাহ, সংরক্ষিত নারী আসনে মনোনীত সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এবং দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত প্রমুখ৷



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়