ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খোকার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোকার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, আনোয়ার হোসেন ২ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকার সম্পদ অসৎ উপায়ে অর্জন করেছেন। এছাড়া, তিনি ৩২ লাখ ৪৭ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

দুদকে দাখিল করা আনোয়ার হোসেনের সম্পদ বিবরণী যাচাই করে এসব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যা দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি‌ ২০১৯/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়