ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৩ জন রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার জাল সার্টিফিকেট তৈরি চক্রের তিন সদস্যের একদিন করে  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  এছাড়া দুই সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. মোখলেছুর রহমান (৩৭), মো. কামাল হোসেন (৩৮) ও মো. সোহরাব হোসেন (২২)।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাইফুল আলম স্বাধীন ও মো. বাবুল ছৈয়াল।

এর আগে রিমান্ডে যাওয়া ওই তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করে নিউমার্কেট থানা পুলিশ।

আর কারাগারে যাওয়া ওই দুই আসামিকে একদিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই স্বপন কান্তি দে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসঙ্গত, র‌্যাব-১০ গতকাল রোববার বিশেষ অভিযান পরিচালনা করে মোখলেছুর রহমান, মো. কামাল হোসেন ও মো. সোহরাব হোসেনকে আটক করে।

আর শুক্রবার দুপুর দেড়টার দিকে নীলক্ষেত থেকে সাইফুল আলম স্বাধীন ও মো. বাবুল ছৈয়ালকে আটক করে র‌্যাব-১০। পরদিন আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/মামুন খান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়