ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ছিল আশেকের

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অরাজকতা সৃষ্টির পরিকল্পনা ছিল আশেকের

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থেকে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে আটক করেছে র‌্যাব।

আশেক আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ফেসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং জনসাধারণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রচার চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার দুপুরে র‌্যাব-৩ থেকে জানানো হয়, রোববার রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে আশেক আহমেদকে আটক করা হয়। আশেক তার ফেসবুক পেজে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা করেছেন।

এছাড়া, তিনি জ্ঞাতসারে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করে তাদের সম্মান ক্ষুণ্ন করেছেন। ফেসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা গুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং জনসাধারণের মনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আশেক আহমেদ।

র‌্যাব আরো জানায়, ফেসবুকে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছাড়াও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের আত্মীয়, সরকারের বিভিন্ন বাহিনীর প্রধান এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণামূলক বিভিন্ন কর্মকাণ্ড করে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়