ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে ডিএমপির ভেজালবিরোধী অভিযান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ডিএমপির ভেজালবিরোধী অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক : খাদ্যদ্রব্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী প্রতিরোধে রাজধানীতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে  মিরপুর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মিরপুর-১ এর প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মিরপুর-২ এ মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/ মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়