ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তা

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারপ্রাপ্ত সচিব হলেন তিন কর্মকর্তা

সচিবালয় প্রতিবেদক : এক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তিন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের আদেশে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মো. জিয়াউল ইসলামকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর নিয়ম অনুযায়ী তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে পরিকল্পনা বিভাগে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

 

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিনকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযমকে ইআরডির ভারপ্রাপ্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেন ভূঁইয়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

 

প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালের মেয়াদ ২০১৭ সালের ২০ জানুয়ারি শেষ হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়