ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পোর্ট এলিজাবেথ টেস্ট

কুকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড়

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড়

স্টিফেন কুকের সেঞ্চুরি উদযাপন

ক্রীড়া ডেস্ক : ভারনন ফিল্যান্ডারের পাঁচ উইকেট শিকারে লিড নেওয়ার পর স্টিফেন কুকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য বেঁধে দেওয়ার পথে দক্ষিণ আফ্রিকা।

 

 

পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৩৫১ রান। ৫ উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ৪৩২ রানে।

 

আগের দিনের ৭ উইকেটে ১৮১ রান নিয়ে বুধবার তৃতীয় দিন শুরু করতে নামা শ্রীলঙ্কাকে ২০৫ রানে অলআউট করতে দক্ষিণ আফ্রিকার লেগেছে ৭.৫ ওভার। ৪৫ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের ৮১ রানের লিড এনে দেন ফিল্যান্ডার।

 

৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেন ডিন এলগার ও কুক। উদ্বোধনী জুটিতে ১১৬ রান যোগ করে ব্যক্তিগত ৫২ রানে ফেরেন এলগার।

 

এরপর দ্বিতীয় উইকেটে হাশিম আমলাকে নিয়ে আরেকটি শতরানের (১০৫) জুটি গড়েন কুক। পাশাপাশি ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। আমলা নুয়ান প্রদিপের বলে টেস্ট ক্রিকেটের ১০০০০তম এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরলে ভাঙে এ জুটি।

 

দলীয় ২৪৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে কুক ১৭৮ বলে ১১টি চারে খেলেন ১১৭ রানের চমৎকার ইনিংস। এরপর অবশ্য দ্রুতই জেপি ডুমিনি (২৫) ও তেম্বা বাভুমার উইকেট হারায় স্বাগতিকরা। তবে ষষ্ঠ উইকেটে কুইন্টন ডি ককের (১৮*) সঙ্গে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস (৪১*)।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়