ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেনিস থেকে অবসর নিলেন ইভানোভিচ

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেনিস থেকে অবসর নিলেন ইভানোভিচ

ক্রীড়া ডেস্ক: সার্বিয়ান কোনো মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে প্রথমবার গ্রান্ডস্লাম শিরোপা জিতেছিলেন আনা ইভানোভিচ। প্রাক্তন ফ্রেঞ্চ ওপেন জয়ী এ টেনিস ললনা অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ২৯ বছর বয়সেই সব ধরনের টেনিসকে বিদায় বলে দিয়েছেন তিনি।

 

ইনজুরির সঙ্গে লড়তে লড়তে হতাশ ইভানোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজে অবসরের ঘোষণা দেন।নিজের অবসর নিয়ে টেনিস তারকা জানান, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত।যা নিতে আমি বাধ্য হচ্ছি। সকলেই জানেন আমি বেশ কয়েক বছর ধরেই ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছি। হাই-লেভেলে খেলতে হলে ইনজুরি মুক্ত থাকা দরকার। আমি ভালো পারফর্ম করতে পারছি না। তাই এটাই আমার সেরা সময় টেনিসকে বিদায় বলার।’

 

ভক্তদের প্রতি ভালবাসার কথা জানিয়ে ইভানোভিচ বলেন, ‘আমার অবসরে দুঃখ পাবেন না। আমার ভালবাসা এবং শুভ কামনা আপনাদের প্রতি থাকবে।’

 

ফ্রেঞ্চ ওপেনের মুকুট পরা সার্বিয়ান এ ললনা ক্যারিয়ারে ১৫টি শিরোপা জিতেছেন। ইনজুরির সঙ্গে যুদ্ধ করায় অবসরের মুহূর্তে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬৩তম। জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টেইগারের বউ আনা অবসরের পর ফ্যাশন ডিজাইনিংও ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাওয়ার কথা বলেছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৬/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়