ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাথা যেন হাতুড়ি! (ভিডিও)

রাশিদা নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাথা যেন হাতুড়ি! (ভিডিও)

রাশিদা নূর: গিনেস বুকে নাম লেখাতে শারীরিক কসরতসহ বিভিন্ন ধরনের অসাধারণ কৃতিত্ব দেখানোর প্রচলন বিশ্বজুড়েই রয়েছে। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইতালিয়ান শো-তে যুক্তরাষ্ট্রের এক নাগরিক এমন কৃতিত্ব দেখিয়েছেন যা সত্যিই অবিশ্বাস্য!

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের বাসিন্দা জন ফেরারো। মাথা ঠুকে মাত্র দুই মিনিটে ৩৮টি পেরেক বোর্ডে ঢুকিয়েছেন তিনি। এ জন্য তিনি ‘হ্যামার হেড’ খেতাবও পেয়েছেন।

ফেরারোর জন্য এটি প্রথম রেকর্ড নয়। এর আগে তিনি মাত্র এক মিনিটে ১৩টি পেরেক মাথা ঠুকে বোর্ডে ঢুকিয়েছেন। শুধু তাই নয়, এক মিনিটে ৪৫টি ব্লক (পাথরের টুকরা) ভাঙার রেকর্ডও তারই।

ডেইলি মেইলের তথ্যানুযায়ী, ফেরারোর মাথা অন্য সবার মাথার চেয়ে বহুগুণে শক্ত। সাধারণত মানুষের মাথা খুলির হাড় ৫.৬ মিলিমিটার পুরু হয়ে থাকে। কিন্তু ফেরারোর মাথার খুলি ১৬ মিলিমিটার পুরু। এ কারণেই তার মাথা হাতুড়ির মতো শক্ত।

গিনেস রেকর্ডের তথ্যানুযায়ী, ফেরারোর মাথার এই অসাধারণ পুরুত্বের বিষয়টি প্রকাশ্যে আসে তার ছেলেবেলায়। যখন সে তার ভাইকে ধাওয়া করার জন্য মাথা দিয়ে কাঠের দরজা ভেঙে ফেলেছিল।

ভিডিও…

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়