ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাতিসংঘ বিশ্ববিদ্যালয়গুলোয় যৌন হয়রানি রোধে কাজ করতে আগ্রহী

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়গুলোয় যৌন হয়রানি রোধে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ।

বাংলাদেশ ইউএন ওমেনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিসচিন হানটার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার ইউজিসির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান তার দপ্তরে ক্রিসচিন হানটারকে স্বাগত জানিয়ে বলেন, যৌন হয়রানি সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয় বরং বিশ্বব্যাপী সমস্যা। যৌন হয়রানি সারা বিশ্বে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সংঘটিত হয়। এর প্রতিরোধে উত্তম পন্থা হলো সামাজিক সচেতনতা গড়ে তোলা।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধের জন্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইউজিসি একটি নীতিমালা প্রণয়ন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. খালেদ, বাংলাদেশ ইউএন ওমেন, ইভিএডব্লিউর কো-অর্ডিনেটর মাহতাবুল হাকিম।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ