ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোট পুনঃগণনা : রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি লোকমান

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট পুনঃগণনা : রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি লোকমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী আইনজীবী  অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনের ভোট পুনঃগণনায় লোকমান আলী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী ছিলেন। গত ১৬ মার্চ রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে ওই দিন ভোট গণনায় লোকমান আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী মোজাম্মেল হক ২৫৪টি করে ভোট পেয়েছিলেন। তাদের মধ্যে সমান সংখ্যক হওয়ায় শুধু এ পদের ভোট পুনঃগণনার জন্য রোববার দিন ঠিক করে রেখেছিলেন নির্বাচন কমিশনার এ বি এম মশিউজ্জামান।

পরে ভোট পুনঃগণনা শেষে তিনি জানান, একটি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন লোকমান আলী। ফলে তিনিই বার সমিতির সভাপতি নির্বাচিত হলেন।

এর আগে গত ১৬ মার্চ নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়লাভ করেছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। ভোট পুনঃগণনায় তারা সভাপতি পদেও জিতলেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মাত্র পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন।



রাইজিংবিডি/রাজশাহী/১৯ মার্চ ২০১৭/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়