ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নতুন ফ্যাশন- নোংরা জিন্স!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন ফ্যাশন- নোংরা জিন্স!

লাইফস্টাইল ডেস্ক : ছেঁড়া-ফাড়া জিন্স অনেক আগে থেকেই খুবই জনপ্রিয় ফ্যাশনেবল পোশাক। তারকা থেকে শুরু করে তরুণ প্রজন্মের অনেকেরই প্রিয় পোশাক ছেঁড়া জিন্স।

সাধারণ জিন্স থেকে নানা দিক থেকে আলাদা এই জিন্স। ছেঁড়া থাকে এক বা একাধিক জায়গায়। কোনো প্যান্টে হাঁটুর ওপর, কোনোটিতে নিচে, আবার কোনো কোনোটায় ওপর-নিচে ছোট ছোট অনেক ছেঁড়া।

ছেলেদের পাশাপাশি হালআমলে মেয়েদের কাছেও সমান জনপ্রিয় এই ধরনের ডেনিম। ছেঁড়া জিন্সের দামও সাধারণ জিন্সের চেয়ে বেশি।

তবে ছেঁড়া জিন্সের ফ্যাশন নিয়ে যেখানে সাধারণ মানুষ এখনো ইতস্তত বোধ করে, সেখানে এবার জিন্সের নতুন ফ্যাশন হিসেবে আর্বিভাব হয়েছে- নোংরা বা ময়লা জিন্স!



নতুন ফ্যাশন হিসেবে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা চেইন শপ নর্ডস্ট্রম বিক্রি শুরু করেছে, ময়লা জিন্স। এই জিন্সের সুবিধা হচ্ছে, যেহেতু জিন্স দেখতেই নোংরা, তাই নোংরা হওয়ার ভয় নেই, মাসব্যাপী না ধুয়েই পড়া যাবে। আর এ নিয়ে আপনাকে কারো কিছু বলার থাকবে না।

নিউ ইয়র্ক ভিত্তিক বিলাসবহুল ডেনিম ব্র্যান্ড ‘পিআরপিএস’ এর নোংরা জিন্স ইতিমধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে, পাশাপাশি তুমুল সমালোচনাও। অনেকেই এই অদ্ভূত ফ্যাশন নিয়ে প্রশ্নও তুলছেন। দামও বেশি। সর্বনিম্ন দাম ৪২৫ ডলার! বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার বেশি।

তথ্যসূত্র : লিফটার



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়