ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকায় আসছে সিঙ্গাপুরের ব্যবসায়ীদল

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় আসছে সিঙ্গাপুরের ব্যবসায়ীদল

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে সাত দিনের সফরে ঢাকায় আসছে সিঙ্গাপুরের ৩৮ ব্যবসায়ীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শনিবার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।

বিডার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, শনিবার রাতে যেকোনো সময় সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আর টেভেনড্রানের নেতৃত্বে তাদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

বিডা জানায়, সফরকালে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হবে।

আগামী সোমবার দুপুর ২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তবে তার আগে সকালে প্রতিনিধিদলের সামনে ‘ইনভেস্টিং অ্যান্ড ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ’ শীর্ষক উপস্থাপনা করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

ঢাকা সফরকালে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিডা ছাড়াও বিনিয়োগ সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা এবং বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সাত দিনের সফর শেষে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদল আগামী ১৪ জুলাই রাতে ঢাকা ত্যাগ করতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/আশরাফ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়