ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাশিয়ার বিরোধী নেতা হত্যায় পাঁচ চেচেনের কারাদণ্ড

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ার বিরোধী নেতা হত্যায় পাঁচ চেচেনের কারাদণ্ড

নেমৎসভকে হত্যায় সাজাপ্রাপ্ত চেচেন সেনা দাদায়েভ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রাক্তন বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক বরিস নেমৎসভকে হত্যায় পাঁচ চেচেনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার বহুল আলোচিত ও সমালোচিত এ মামলার রায় দিয়েছেন রাশিয়ার একটি আদালত।

এক সময়ে রাশিয়ার অধীনে থাকা চেচনিয়ার পাঁচ নাগরিক এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে জাউর দাদায়েভ নামে এক চেচেন সেনা রয়েছেন, যাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনকে ১১ থেকে ১৯ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে একই আদালতে এই পাঁচ ব্যক্তি দোষী সাব্যস্ত হন। তবে সাজা ঘোষণা করা হয়নি সেদিন। ২০১৫ সালে হত্যা করা হয় রাশিয়ার জনপ্রিয় বিরোধী নেতা নেমৎসভকে। গত সপ্তাহের রায়ে তার পরিবার অসন্তোষ প্রকাশ করে বলে, মূল ঘটনা আড়াল করতে এ রায় দেওয়া হয়েছে। হত্যার নির্দেশদাতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে।

২০১৫ সালে পুতিন সরকারের বিরুদ্ধে এক বিশাল র‌্যালির ঘোষণা দেওয়ার পর নেমৎসভকে হত্যা করা হয়। ওই র‌্যালিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়