ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যে কারণে মসজিদে হামলার বিষয়ে নীরব ট্রাম্প প্রশাসন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে মসজিদে হামলার বিষয়ে নীরব ট্রাম্প প্রশাসন

মিনেসোটার এই মসজিদে শনিবার বিস্ফোরণ হয়

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মসজিদে হামলার বিষয়ে রহস্যজনকভাবে নীরব থাকার পর ট্রাম্প প্রশাসন জানালো এই বিস্ফোরণের ঘটনা গুজবও হতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, চূড়ান্ত তদন্তের পর এ বিষয়ে মন্তব্য করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহাকারী সেবাস্তিয়ান গোর্কা বলেছেন, বিস্ফোরণের ঘটনা গুজবও হতে পারে। ফলে হোয়াইট হাউস বুঝেশুনে কথা বলবে।

এ বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তবে মিনেসোটার গভর্নর মার্ক ডেটন এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন।

সমালোচকরা বলছেন, লন্ডনে সন্ত্রাসী হামলার পর চটজলদি মন্তব্য করেন ট্রাম্প কিন্তু মসজিদে হামলার বিষয়ে তিনি নীরব।

গত শনিবার ফজরের নামাজ আদায়ের সময় মিনেসোটার মিনেপোলিসে দার আল ফারুক ইসলামিক সেন্টারে (মসজিদ) বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ইমামঘর ক্ষতিগ্রস্ত হয় এবং জানালা বিধ্বস্ত হয়।

এফবিআই কর্মকর্তারা জানান, ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেননি, টুইটও করেননি। এ বিষয়ে মঙ্গলবার তার সহকারী গোর্কা এমএসএনবিসি টেলিভিশনকে বলেন, পূর্ণাঙ্গ তদন্তের জন্য অপেক্ষা করছে তাদের প্রশাসন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়