ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লিপস্টিক খাওয়া যাবে!

আফরিনা ফেরদৌস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিপস্টিক খাওয়া যাবে!

আফরিনা ফেরদৌস : অনেকে লিপস্টিক দেওয়ার সময় দাঁতে লাগিয়ে ফেলেন এবং সেটা দেখে অনেকে ব্যঙ্গ করে বলেন যে, লিপস্টিক খেয়ে ফেলেছে।

দাঁতে লাগুক আর নাই লাগুক আমরা নানা রঙের লিপস্টিক দিয়ে আমাদের ঠোঁটকে রাঙাতে ভালোবাসি।

তবে চমকপ্রদ ব্যাপার হল, এবার লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানোর পাশাপাশি সেটি খেয়েও ফেলা যাবে! কারণ বিশেষ এই লিপস্টিকগুলো চকলেটের তৈরি।

টেক্সাসের অস্টিনের ম্যাগি লুইস কনফেকশনের ফাউন্ডার ম্যাগি এই চকলেট লিপস্টিক ডিজাইন করেছেন। ভেনেজুয়েলার ‍প্রিমিয়াম ইল রে চকলেট দিয়ে তৈরি এসব লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানো যাবে, এমনকি মন চাইলে খেয়েও ফেলা যাবে।

প্রতিটি চকলেট লিপস্টিক তৈরি করা হয়েছে হাতে আঁকানো নকশায়। ইনসাইডারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ম্যাগি বলেন, আমার কাজের অনুপ্রেরণা আমি আমাদের চারপাশ থেকেই পেয়েছি। আমরা সিনেমা, ফ্যাশনে যা দেখি, ব্যবহার করি, তাই আমি নকশা হিসেবে ব্যবহার করেছি।

কয়েকটি স্বাদের চকলেট লিপস্টিক বানানো হয়েছে। একটি প্যাকেটে ৩টি করে ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিক থাকে। যার দাম ১৫ ডলার থেকে শুরু।






রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ