ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিচার ব্যবস্থা অবমাননার মামলায় মুরসির কারাদণ্ড

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচার ব্যবস্থা অবমাননার মামলায় মুরসির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিচার ব্যবস্থাকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলার রায়ে শনিবার মুরসিসহ আরও ১৯ জনকে এই দণ্ড দেওয়া হয়।

আদালত অবশ্য মুরসিকে একইসঙ্গে ২০ লাখ মিশরীয় পাউন্ড জরিমানা করেছেন। এছাড়া আরো দুজনকে ৩০ হাজার থেকে ১০ লাখ মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে।

২০১১ সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। দুই বছরের মাথায় ২০১৩ সালে সেনা অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর থেকেই মুরসির সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমন অভিযান পরিচালনা করছে সরকার।

২০১২ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দিয়ে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কাতারের হয়ে গোয়েন্দাবৃত্তির অভিযোগে আরেকটি মামলায় তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ