ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘গোলাপি দিনে’ ২৫ বছরের অপেক্ষা ঘুচবে ভারতের?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গোলাপি দিনে’ ২৫ বছরের অপেক্ষা ঘুচবে ভারতের?

ওয়ানডে সিরিজ জিততে ভারতের চাই আর একটি জয়

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত প্রথমবার কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৯৯২ সালে। সেই সিরিজ এবং তারপর থেকে দক্ষিণ আফ্রিকায় দুই দল যত ওয়ানডে সিরিজ খেলেছে, জয়ী দলটির নাম শুধুই দক্ষিণ আফ্রিকা। ২৫ বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সুযোগ ভারতের সামনে।

প্রথম তিন ওয়ানডে জিতে ছয় ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির ভারত। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে সফরকারীদের।  

স্তন ক্যানসার সচেতনতায় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া মৌসুমের আজকের ম্যাচটার পরিচিতি ‘পিংক ওয়ানডে’ নামে। ২০১৩ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনের ষষ্ঠ ম্যাচ আজ। ‘গোলাপি দিনে’ এখন পর্যন্ত হারের তিক্ত স্বাদ পেতে হয়নি প্রোটিয়াদের। গোলাপি জার্সিতে আবার দুর্দান্ত খেলেন এবি ডি ভিলিয়ার্স। পাঁচ ম্যাচের দুটিতে সেঞ্চুরি, দুটিতে ফিফটি তার। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে গড়েন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির (৩১ বল) রেকর্ড।

চোটের কারণে সিরিজের প্রথম তিন ম্যাচে ডি ভিলিয়ার্স খেলতে পারেননি। আজ চতুর্থ ম্যাচ দিয়েই তিনি ফিরছেন। ফেরার ম্যাচটা নিশ্চয় জয় দিয়ে রাঙাতে চাইবেন ‘এবি’। সিরিজ হার এড়াতে এই ম্যাচ জিততেই হবে প্রোটিয়াদের। শেষ দুই ম্যাচে ভারতের রিস্ট স্পিনে বিধ্বস্ত হওয়া দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াতে পারবে? নাকি ‘গোলাপি দিনে’ ২৫ বছরের অপেক্ষা ঘুচবে ভারতের?



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়