ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

চট্টগ্রামে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রতি বছরের মতো এবারও ১৫ ফেব্রুয়ারি থেকে ১১দিন ব্যাপী বইমেলা শুরু হচ্ছে চট্টগ্রামে। শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। মুসলিম ইনস্টিটিউট চত্বরে এই বইমেলার আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সৃজনশীল প্রকাশক পরিষদের অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও সিটি কর্পোরেশন বই মেলার আয়োজন করেছে। মেলা স্বার্থক ও সফল করতে ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বই মেলাকে সফল করতে সৃজনশীল প্রকাশক পরিষদ ও বই মেলায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান সামসুদ্দোহা।

বই মেলায় প্রতিদিন বইয়ের বিকিকিনির পাশাপাশি কবিতা ও ছড়া পাঠের আসর, নতুন বই এর মোড়ক উন্মোচন, লেখক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভাসহ নানা আয়োজন থাকবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম /টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়