ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্যাডম্যান’র ঝুলিতে ৪০ কোটি

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্যাডম্যান’র ঝুলিতে ৪০ কোটি

প্যাডম্যান সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : গত বছর মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা টয়লেট : এক প্রেম কথা। ভারতের সামাজিক সমস্যা নিয়ে নির্মিত এ সিনেমাটি বক্স অফিসে সফলতাও পায়। এদিকে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এ অভিনেতার একই ঘরানার সিনেমা প্যাডম্যান। বক্স অফিসে সিনেমাটির শুরুও বেশ ভালোই হয়েছে।

শুক্রবার ভারতে ২ হাজার ৭৫০ এবং আরো পঞ্চাশটি দেশের ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্যাডম্যান। দর্শক-সমালোচকদের প্রশংসাও পেয়েছে সিনেমাটি। প্রথমদিনে শুধু ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় প্রায় ১০.২৬ কোটি রুপি। দ্বিতীয় দিনে এর আয় দাঁড়ায় ২৩.৯৪ কোটি রুপি। রোববার মুক্তির তৃতীয় দিনে আয়ের খাতায় আরো ১৬.০৬ কোটি রুপি যোগ করে এটি। সব মিলিয়ে তিনদিনে প্যাডম্যান’র ঝুলিতে সংগ্রহ ৪০ কোটি রুপি।  

আর বালকি পরিচালিত প্যাডম্যান সিনেমাটি প্রযোজনা করেছেন টুইঙ্কেল খান্না। ভারতের তামিলনাড়ুর অরুনাচালম মুরুগানানথাম নামের এক ব্যক্তিকে নিয়ে তৈরি হয়েছে এ সিনেমার গল্প। যিনি ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের স্বাস্থ্যসম্মত মেন্সট্রুয়েশন নিয়ে কাজ করেন। এ ছাড়া তিনি স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড তৈরির যন্ত্রও আবিষ্কার করেন। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, সোনম কাপুর প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়