ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জুটিবদ্ধ প্রভা-শিপন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৭, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুটিবদ্ধ প্রভা-শিপন

বিনোদন ডেস্ক : প্রভার পরনে রঙিন শাড়ি। কপালে বিন্দু আকৃতির কালো রঙের টিপ। চোখে টানা কাজল। শান বাঁধানো পুকুর ঘাটে তার হাত ধরে বসে আছেন অভিনেতা শিপন। এক সময় প্রভা বলেন, ‘আগে তো তুমি এমন ছিলে না? এ কথার জবাবে শিপন বলেন, ‘আগে তো দেশের অবস্থা এমন ছিল না রাশু। আগে আমরা দেশটা স্বাধীন করি?’

দৃশ্যটি ‘ও আমার দেশের মাটি’ টেলিফিল্মের। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রভা-শিপন।  পরিচালক চয়নিকা চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘টেলিফিল্মটির গল্প বর্তমান সময়ের প্রেক্ষাপটের মধ্য দিয়ে শুরু হয়। এক পর্যায়ে একাত্তর সালের প্রেক্ষাপট উঠে আসে। এতে প্রভা-শিপন দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।’

তিনি আরো বলেন, ‘শিপনের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। কাজের ব্যাপারে ছেলেটি খুব আন্তরিক। গল্পের প্রয়োজনে ওর যেসব কস্টিউম প্রয়োজন ছিল সেগুলো ও নিজে থেকে ফ্যাশন ডিজাইনার বিপ্লবের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করে নিয়ে এসেছিল। কাজের প্রতি ওর এমন আগ্রহ দেখে আমি খুবই আবাক হয়েছে এবং খুব ভালো লেগেছে। ও যদি লেগে থাকে ভবিষ্যতে খুব ভালো করবে। আর প্রভা বরাবরই চমৎকার অভিনয় করে, এবারো তার ব্যতিক্রম হয়নি।’

‘ও আমার দেশের মাটি’ টেলিফিল্মের নির্মাণ কাজও ভালো হয়েছে। দর্শকের টেলিফিল্মটি ভালো লাগবে বলেও আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আজম খান, আবুল কাশেম প্রমুখ। টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক ফারিয়া হোসেন। জারা নিবেদিত এ টেলিফিল্মটি আজ বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়