ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হোয়াইট হাউজ থেকে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া গাছ উধাও

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ৩০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোয়াইট হাউজ থেকে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া গাছ উধাও

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের রোপন করা একটি চারা গাছ উধাও হয়ে গেছে। যে স্থানে ম্যাক্রন গাছটি রোপন করেছিলেন, শনিবার বার্তা সংস্থা রয়টার্স সেই স্থানের একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, গাছটি নেই, আছে শুধু সবুজ ঘাস।

প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিময় উত্তর-পূর্ব ফ্রান্সের একটি এলাকা থেকে সিসিলি ওক চারাটি নিয়ে এসেছিলেন ম্যাক্রন। ১৯১৮ সালে বেলাউ উড যুদ্ধে প্রায় ২ হাজার মার্কিন সেনা নিহত হয়েছিল।

গত সপ্তাহে তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে যান ম্যাক্রন। ওই সময় তিনি হোয়াইট হাউজে ওকের চারাটি ট্রাম্পের সঙ্গে যৌথভাবে রোপন করেন। ম্যাক্রন বলেছিলেন, ‘এটা আমাদের মধ্যকার বন্ধনকে মনে করিয়ে দেবে।’

রয়টার্স জানিয়েছে, চারাটি রোপনের চারদিনের মাথায় এটি হোয়াইট হাউজের ওই স্থান থেকে উধাও হয়ে গেছে। এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেয়নি হোয়াইট হাউজ।

অবশ্য ফরাসি রেডিও নেটওয়ার্ক ফ্রান্সইনফো জানিয়েছে, এ ধরনের ওক গাছ শরৎকালে রোপন করা উত্তম, যাতে গ্রীষ্মকালে খড়ার মোকাবেলায় এটি তার শিকড় মাটির গভীরে বিস্তার করতে পারে। হয়তো গাছটি অক্টোবরে ফেরত দেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়ে্ছে, চারাটিকে পৃথক করে রাখা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়