ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, জাতীয় সংসদ থেকে : দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। এই অধিবেশনেই সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট উপস্থাপন হতে যাচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে মঙ্গলবার এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম।

তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

আজ মঙ্গলবার বেলা ১১টা ১৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়।       



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়