ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শেষ প্রস্তুতি ম্যাচেও জয় পায়নি দক্ষিণ কোরিয়া

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ প্রস্তুতি ম্যাচেও জয় পায়নি দক্ষিণ কোরিয়া

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে অংশ নেওয়ার আগে একটি ম্যাচেও জয় পায়নি দক্ষিণ কোরিয়া। ২ জুন বসনিয়া হার্জেগোভিনার কাছে তারা হার মানে ৩-১ গোলে। পরের ম্যাচে বলিভিয়ার সঙ্গে করে গোলশূন্য ড্র। আর সোমবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে তারা ২-০ গোলে হার মেনেছে সেনেগালের কাছে।

তবে সেনেগালের বিপক্ষে ভালোই লড়াই করেছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পরে এশিয়ার দেশটি। এ সময় কিম ইয়াং-গোউন নিজেদের জালেই নিজে বল জড়িয়ে দেন। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) সেনেগালের মুসা কোনাতে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া রয়েছে চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপ ‘এফ’ এ। যেখানে আরো আছে মেক্সিকো ও সুইডেন। বেশ কঠিন গ্রুপেই আছে দক্ষিণ কোরিয়া। গ্রুপপর্ব পার হতে হলে দুর্দান্ত কিছু করে দেখাতে হবে তাদেরকে।

১৮ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। ২৩ জুন রাত ৯টায় এশিয়ার দেশটির প্রতিপক্ষ মেক্সিকো। আর ২৭ জুন রাত ৮টায় দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়