ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেন্ট লুসিয়ায় ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্ট লুসিয়ায় ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩০০ রান।

৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে লঙ্কানরা। তাতে স্বাগতিকদের বিপক্ষে ২৮৭ রানের লিড নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ক্রিজে আছেন ধনঞ্জয়া (১৬) ও সুরাঙ্গা লাকমল (৭)। তারা দুজন আজ রাতে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন। তারা দুজন শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে কত রানের টার্গেট ছুড়ে দিতে পারেন দেখার বিষয়।

এই ইনিংসে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন কুশাল মেন্ডিস। প্রথম ইনিংসে ৪৫ রান করার পর এই ইনিংসে ৮৭ রান করেছেন তিনি। ৬২ রান করেছেন নিরোশান ডিকভেলা। রোশেন সিলভা ৪৮ ও আগের ইনিংসে ১১৯ রান করা চান্দিমাল করেছেন ৩৯ রান।

শ্রীলঙ্কার যে ৮টি উইকেটের পতন ঘটেছে বল হাতে তার ৬টিই নিয়েছেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল। বাকি দুটি নিয়েছেন আরেক পেসার কেমার রোচ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়