ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাঁচ বছরে সরকারি ব্যয়ে হজ করেছেন ১৩৩৮ জন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ বছরে সরকারি ব্যয়ে হজ করেছেন ১৩৩৮ জন

সংসদ প্রতিবেদক : গত পাঁচ বছরে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৩৩৮ জন নাগরিক হজ পালন করেছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত সাংসদ সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৪ সাল থেকে সরকারি খরচে ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানো শুরু হয়। গত পাঁচ বছরে এ ব্যবস্থাপনায় ১ হাজার ৩৩৮ জন নাগরিক হজ পালন করেছেন। এর মধ্যে ২০১৪ সালে ১২৪ জন, ২০১৫ সালে ২৬৬জন, ২০১৬ সালে ২৮৮ জন, ২০১৭ সালে ৩২০ জন এবং ২০১৮ অর্থাৎ চলতি বছরে ৩৪০ জন মিলে মোট ১৩৩৮ জন হজ পালন করেছেন। দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি হজ পালন করেছেন ময়মনসিংহ জেলার ২৪৬ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা জেলায় ১৬১ জন।’

সাংসদ কামাল আহমেদ মজুমদারের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হজ এজেন্সিগুলোর ওপর কঠোর তদারকির কারণে এবার সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে সৌদি আরবে গেছেন তারাও নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন।’

মন্ত্রী বলেন, ‘তাদের (বেসরকারকারি হাজী) বিমান ভাড়ার টাকা ব্যাংকে জমা বাধ্যতামূলক করা হয়েছিল। ফলে ২০১৮ সালে নিবন্ধিত সকল হজযাত্রীই হজে যেতে পেরেছেন।’

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর, হজ অফিস এবং হাবের কঠোর তদারকির পরও চলতি বছরে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত যেসব হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং পাওয়া যাবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জাতীয় হজ ও ওমরাহ নীতিমালার ৩২(২) অনুচ্ছেদে শাস্তির ব্যবস্থা করা হবে। এসব শাস্তির মধ্যে হজ ও ওমরাহ এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত, অর্থদণ্ড ও জরিমানা এবং তিরস্কার ও সতর্ক করা। একইসঙ্গে পর পর তিন বছর কোন এজেন্সির বিরুদ্ধে তিরস্কার ও সতর্ক করে নোর্টিশ দেওয়া হলে সংশ্লিস্ট হজ ও ওমরাহ এজেন্সির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ হিসেবে কোন ধরণের কারণ দর্শানোর নোর্টিশ ছাড়াই লাইসেন্স বাতিল করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘আগামীতে হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে জাতীয় হজ ও ওমরাহ নীতি ও হজ প্যাকেজকে আরো যুগোপযোগী করা হবে। হজে যেতে ইচ্ছুকদের হজ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়