ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কোনো কষ্টই গায়ে লাগেনি’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোনো কষ্টই গায়ে লাগেনি’

বিনোদন ডেস্ক : কলকাতার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত সিনেমা ‘প্রাক্তন’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অপরাজিতা আঢ্য। এ জুটির অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আবারো স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করলেন প্রসেনজিৎ-অপরাজিতা। টলিউড পরিচালক কৌশিক গাঙ্গুলি নির্মাণ করেছেন ‘কিশোর কুমার জুনিয়র’। এই সিনেমাটিতেই তাদের এমন চরিত্রে দেখা যাবে।

আগামী ১২ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মুক্তিকে সামনে রেখে নানাভাবে এর প্রচার চালাচ্ছে সংশ্লিষ্টরা। সিনেমাটির দৃশ্যায়ণের কাজ ভারতের বিভিন্ন স্থানে হয়েছে। তবে জয়সলেমে শুটিং করতে গিয়ে বেশ বিপাকে পড়েছিল শুটিং ইউনিট।  

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অপরাজিতা আঢ্য বলেন, ‘শাড়ি পরে উটের পিঠে উঠতে হয়েছিল। উট চলতে শুরু করতেই মনে হয়েছে মরে যাব। তবে সত্যি সত্যি দু’বার দুর্ঘটনার হাত থেকে পার পেয়েছি। একটা দৃশ্য ছিল-বালি ওড়াতে ওড়াতে জিপ ছুটে আসবে। সেটা করতে গিয়ে জিপ গড়িয়ে সোজা নিচে পড়ে যায়। আমরা তখন নিচে ছিলাম। তবে যা হওয়ার তা যন্ত্রপাতির উপর দিয়ে হওয়ায় প্রাণে বেঁচে গেছি।’

এ প্রসঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, ‘‘ভীষণ টাফ ছিল। প্রায় দেড় ঘণ্টা জার্নি করে শুটিংয়ের লোকেশনে পৌঁছতে হতো। তবে কোনো কষ্টই গায়ে লাগেনি। মেকিং বের হলে দেখো-আমি শট দিচ্ছি, পেছনে পুরো ইউনিট নাচছে। বোলপুরের শুটিংয়ের সময় তো কৌশিক বলল, ‘আমি আর শট নেব না।’ প্রত্যেকটা ইউনিট মেম্বার ফ্রেমে ঢুকে যাচ্ছিল।’’




রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়